Powered by Blogger.

কোনটা এসিড, কোনটা ক্ষারক,কোনটা লবণ তা নিয়ে তোমরা প্রায় সময়ই ঝামেলায় পড় অথচ কিছু টেকনিক জানলেই তোমরা এ সমস্যার সমাধান পেতে পার ।

  যৌগ দেখে কিভাবে এসিড, ক্ষারক, লবণ চিনতে হয় আজ তা নিয়ে আলোচনা করা হবে । এর জন্য প্রথমে ধাতু ও অধাতু সম্পর্কে জানতে হবে । _______________ ধাতু = সাধারণত বিক্রিয়ায় যেসব মৌল e দান করে তারা ধাতু । ধাতু e দান করে ধাতব আয়ন বা ধনাত্নক আয়নে পরিণত হয়। যেমন → Na, যা e...

pH এর শর্টকাট ট্রিক

.005 M H²SO⁴ এর pH কত ? → -log (0.005 x 2) [যেহেতু H ২টা ] → -log (.01) → 2 pH এর শর্টকাট ট্রিকঃ যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1 থাকে তবে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত । 0.01 M ঘনমাত্রার pH এর কত ? 0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে তাই এর pH 2....

সি প্রোগ্রামিং শেখা [পর্বঃ৫.১-লুপ,লুপ...আর লুপ]

প্রথম পর্বে আমরা Hello World প্রিন্ট করলাম এবং হতাশ হলাম…হতাশ হলাম এই কারণে যে আমরা সামান্য একটা লাইন আউটপুট পাওয়ার জন্য ৬-৭ লাইনের একটা প্রোগ্রাম লিখে ফেলেছি…এর চেয়ে তো নোটপ্যাড খুলে ধুমধাম হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেললেই হয়..তাই না? সহজ একটা লাইন আউটপুট করতে যদি...

সি প্রোগ্রামিং শেখা [পর্বঃ৪.২-স্টেটমেন্ট কন্ট্রোলিং (Switch Statement)]

Else if এর মতো Switch ও একটি কন্ডিশনাল স্টেটমেন্ট । যা সিলেকশন স্টেটমেন্ট নামেও পরিচিত । Switch স্টেটমেন্ট সাধারণত ৪টি কিওয়ার্ড নিয়ে কাজ করে । যথাঃ Switch,Case,Break,Default । Switch এর সাধারণ গঠন এইরকমঃ switch (n) { case constant1: code/s to be executed...

সি প্রোগ্রামিং শেখা [পর্বঃ৪.১-স্টেটমেন্ট কন্ট্রোলিং (If Else)]

আগের পর্বগুলোতে আমরা প্রিন্ট করা,স্ক্যান করা, টুকটাক ম্যাথ করা শিখছি । যদি ওটাকে ওয়ানডে ম্যাচ মনে করি,তাহলে প্রথম দশ ওভার খেলে ফেলেছেন আপনি । আর ওগুলাতে ভালো করা মানে আপনি খুব ভালো একজন ওপেনার 8| আজকে আলোচনা হবে লজিক এপ্লাই করে কিভাবে প্রোগ্রামের স্টেটমেন্ট কন্ট্রোল...