আমরা অনেকেই "অনুপাত" কাকে বলে জানি, কিন্তু অনুপাত আসলে কি ? বিস্তারিত ...
সংজ্ঞা দিয়েই শুরু করি!
অনুপাতঃ দুইটি
সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ
দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশকে রাশি দুইটির অনুপাত বলে। রাশি দুইটি
সমজাতীয় বলে অনুপাতের কোন একক নেই। (গণিত, অনুপাত ও শতকরা, ৬ষ্ঠ শ্রেনি)
শুধুমাত্র অনুপাতের বিষদ আলোচনা
দুই
বন্ধু। হাবু এবং ডাবু! সিপ্তর মতোই ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে! তো, একদিন হাবু
ডাবুকে বললো, "এই ডাবু, তুই প্রতিদিন স্কুলে কত টাকা নিস রে?". ডাবু বললো,
"৫ টাকা". হাবু খুশি হয়ে বললো, "আমি নেই ১০ টাকা। তোর ডাবল!"
এখানে,
হাবু যখন ডাবুকে বললো, "আমি নেই ১০ টাকা। তোর ডাবল!". 'ডাবল' শব্দটি
দ্বারা এখানে মূলত তারা তাদের টাকার অনুপাতকেই তারা বুঝিয়েছে। যদিও তারা
এখনো অনুপাত সম্বন্ধে কিছুই জানে না! যাই হোক, এভাবেই মূলত জীবনের অনেক
ক্ষেত্রে আমরা অনুপাত ব্যবহার করে থাকি।
এবার আমরা হাবু এবং ডাবুর টাকার পরিমাণ ছকে তুলবো...
ডাবুর টাকা
|
হাবুর টাকা
|
৫
|
১০
|
ছক
দেখে আমরা সহজেই বুঝতে পারি যে, "হাবুর টাকা ডাবুর চাইতে বেশি এবং তা
ডাবুর চাইতে ৫ টাকা বেশি। অর্থাৎ, হাবুর টাকা ডাবুর টাকার দিগুণ।"
এইযে
আমরা "দিগুণ শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু অনুমান নয়। এটা অংকের একটা
ভাষা।". অংক করে আমরা দেখবো, "হাবুর টাকা কীভাবে ডাবুর টাকার দিগুণ?"
- হাবুর টাকার সাথে ডাবুর টাকার তুলনাঃ
ডাবুর টাকা
ভগ্নাংশের দ্বারা হাবুর টাকার সাথে ডাবুর টাকার তুলনা করলে ভগ্নাংশটি হবেঃ ──────
হাবুর টাকা
যেহেতু,
হাবুর টাকার সাথে ডাবুর টাকার তুলনা করা হচ্ছে, তাই "ভগ্নাংশের লব" হিসেবে
থাকবে "ডাবুর টাকা", কারন, আমরা ডাবুর টাকা হাবুর চাইতে কতগুন বেশি বা কম-
তা বের করবো। আর, "ভগ্নাংশের হর" হিসেবে থাকবে "হাবুর টাকা", কারন, আমরা
হাবুর টাকার সাথে ডাবুর টাকার তুলনা করবো।
ডাবুর টাকা ৫ ১
অর্থাৎ, ────── = ─── = ──
হাবুর টাকা ১০ ২
১
সুতরাং, ডাবুর টাকা হাবুর টাকার ── গুণ।
২
- ডাবুর টাকার সাথে হাবুর টাকার তুলনাঃ
একইভাবে,
হাবুর টাকা
১০
ভগ্নাংশের দ্বারা হাবুর টাকার সাথে ডাবুর টাকার তুলনা করলে ভগ্নাংশটি হবেঃ ──────── = ─── = ২
ডাবুর টাকা ৫
সুতরাং, হাবুর টাকা ডাবুর টাকার ২ গুণ।
এইযে,
আমরা হাবুর টাকার সাথে ডাবুর টাকা এবং ডাবুর টাকার সাথে হাবুর টাকার যেই
তুলনা করলাম এটাই মূলত "অনুপাত". অর্থাৎ, আমরা বলতে পারি যে, "অনুপাত মানে
একটি পরিমানের সাথে অপর একটি পরিমানের তুলনা করা।". হাবু এবং ডাবুর যেই
ছকটি দেখেছিলাম, সেই ছকটির মধ্যেই যদি আমরা তুলনা করি এবং এই "তুলনা"
শব্দটিকে যদি আমরা ":" এই প্রতিক দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা পাই...
ডাবুর টাকা
|
তুলনা
|
হাবুর টাকা
|
৫
|
:
|
১০
|
সুতরাং, ডাবুর টাকা : হাবুর টাকা = ৫ : ১০ = ১ : ২ (ভগ্নাংশের মত উপর-নিচে কাটাকাটি করে!)
আশা করি, ছোটদের আর বুঝতে কোন অসুবিধা হবে না। ।
খুব সুন্দর গোছালো উপস্থাপনা।
ReplyDeleteঅসাধারণ,,,
ReplyDeleteThanks a lot
Thank you for this kind of nice 👌 writing.
ReplyDelete