বাংলা নিয়ে স্পেশাল পোস্টঃ সংক্ষিপ্ত লেখক পরিচিতি (গদ্যাংশ)
সংক্ষিপ্ত লেখক পরিচিতি
লেখকের নাম, জন্ম ও মৃত্যুসাল ও গল্প/রচনা
|
গুরুত্বপূর্ণ তথ্য
|
বিভিন্ন রচনা
|
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(১৮২০-১৮৯১)
শকুন্তলা
|
উপাধি- বিদ্যাসাগর (সংস্কৃত কলেজ প্রদত্ত)
আসল নাম- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
শিল্পসম্মত গদ্যরীতির জনক
প্রমিত চলিত ভাষা প্রণয়ন
বিরাম চিহ্নের ব্যবহার
|
বেতাল পঞ্চবিংশতি
শকুন্তলা
সীতার বনবাস
ভ্রান্তিবিলাস
শিশুপাঠ্য- বর্ণ পরিচয়
|
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(১৮৩৮-১৮৯৪)
কমলাকান্তের জবানবন্দী
|
উপাধি- সাহিত্য সম্রাট
প্রথম সার্থক বাংলা উপন্যাস রচনা
‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক
যুগন্ধর সাহিত্য স্রষ্টা
|
উপন্যাস-
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা
বিষবৃক্ষ
কৃষ্ণকান্তের উইল
রাজসিংহ
প্রবন্ধ-
লোকরহস্য
কমলাকান্তের দপ্তর
বিবিধ প্রবন্ধ
সাম্য
|
রবীন্দ্রনাথ ঠাকুর
(৭ মে ১৮৬১-৭ আগস্ট ১৯৪১)
(২৫ বৈশাখ ১২৬৮- ২২ শ্রাবণ ১৩৪৮)
হৈমন্তী
|
ছদ্মনাম- ভানুসিংহ
বিশ্বের অন্যতম ছোট গল্পকার
নোবেল
পান ১৯১৩ সালে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ Gitanjoli : Song
Offerings-এর জন্য; ইংরেজি অনুবাদের অধিকাংশই বাংলা গীতাঞ্জলি কাব্যের
কবিতা হলেও আরো কয়েকটি কাব্যের কবিতা স্থান পেয়েছিল; বিভিন্ন কাব্য থেকে
নেয়া কবিতার সংখ্যা-
গীতাঞ্জলি- ৫৩টি
গীতিমাল্য- ১৬টি
নৈবেদ্য- ১৫টি
খেয়া- ১১টি
শিশু- ৩টি
কল্পনা- ১টি
চৈতালি- ১টি
উৎসর্গ- ১টি
স্মরণ- ১টি
অচলায়তন- ১টি
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে উৎসাহ দিয়েছিলেন বিখ্যাত ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস
শান্তিনিকেতন ও বিশ্বভারতী-র প্রতিষ্ঠাতা
|
কবিতা- (কবিতা অংশ)
উপন্যাস-
নৌকাডুবি
গোরা
ঘরে বাইরে
চার অধ্যায়
শেষের কবিতা
নাটক-
রক্তকরবী
রাজা
চিত্রাঙ্গদা
ডাকঘর
চিরকুমার সভা
বিসর্জন
প্রবন্ধ-
বিচিত্র প্রবন্ধ
কালান্তর
পঞ্চভূত
সভ্যতার সংকট
অন্যান্য-
বাংলা ভাষা পরিচয়
লোক সাহিত্য
|
প্রমথ চৌধুরী
(১৮৬৮-১৯৪৬)
সাহিত্যে খেলা
|
ছদ্মনাম- বীরবল
প্রমিত চলিত গদ্যরীতির প্রবর্তক
‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক
|
চার ইয়ারী কথা
বীরবলের হালখাতা
রায়তের কথা
তেল-নুন-লকড়ি
সনেট পঞ্চাশৎ (কাব্যগ্রন্থ)
|
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(১৮৭৬-১৯৩৮)
বিলাসী
|
নারীর প্রতিকৃতি অঙ্কনে অসামান্য দক্ষতা
২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন
জীবিকার তাগিদে বর্মা (বর্তমান মায়ানমার) গিয়ে কিছুকাল বাস করেছিলেন
প্রথম প্রকাশিত রচনা- মন্দির (গল্প)
মন্দির গল্পটি কুন্তলীন পুরস্কার পায়
|
দেবদাস
পল্লীসমাজ
চরিত্রহীন
শ্রীকান্ত (৪ খণ্ড)
গৃহদাহ
দেনাপাওনা
|
রোকেয়া সাখাওয়াত হোসেন
(১৮৮০-১৯৩২)
অর্ধাঙ্গী
|
বাঙালি মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃৎ
মুসলমান মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন
লিখতেন- ‘মিসেস আর. এস. হোসেন’ নামে
|
পদ্মরাগ
অবরোধবাসিনী
মতিচূর
সুলতানার স্বপ্ন
Sultana’s Dream
|
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বৈকালী
|
তাঁর পরিকল্পিত উপন্যাস ত্রয়ীর (পথের পাঁচালি, অপরাজিত ও কাজল) শেষ উপন্যাসটি (কাজল) লেখেন তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়
উপন্যাস ত্রয়ী নিয়ে চলচ্চিত্র তৈরি করেন- সত্যজিৎ রায়
|
পথের পাঁচালি
অপরাজিত
আরণ্যক
ইছামতী
|
কাজী নজরুল ইসলাম
(২৫ মে ১৮৯৯-২৯ আগস্ট ১৯৭৬)
(জন্ম : ১১ জৈষ্ঠ্য ১৩০৬ বঙ্গাব্দ)
যৌবনের গান
|
ডাকনাম- দুখু মিয়া, তারাখ্যাপা
ছোটবেলায় লেটো গানের দলে যোগ দেন
১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন (প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন)
৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়
স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়
|
কবিতা- (কবিতা অংশ)
গল্পগ্রন্থ-
ব্যথার দান
রিক্তের বেদন
শিউলিমালা
উপন্যাস- মৃত্যু-ক্ষুধা
নাটক-
আলেয়া
ঝিলিমিলি
প্রবন্ধগ্রন্থ-
যুগ-বাণী
দুর্দিনের যাত্রী
রুদ্র-মঙ্গল
রাজবন্দীর জবানবন্দী
|
সৈয়দ মুজতবা আলী
বই কেনা
|
পড়াশোনা করেন- শান্তিনিকেতনে, জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে ও কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে
অধ্যাপনা করেন- কাবুলে
|
দেশে বিদেশে (ভ্রমণকাহিনী)
রম্যরচনা-
চাচা কাহিনী
পঞ্চতন্ত্র
ময়ুরকণ্ঠী
দ্বন্দ্বমধুর
ধূপছায়া
চতুরঙ্গ
উপন্যাস-
অবিশ্বাস্য
শবনম
|
মানিক বন্দ্যোপাধ্যায়
(১৯০৮-১৯৫৬)
পদ্মানদীর মাঝি
|
আসল নাম- প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ডাক নাম- মানিক
প্রথম রচনা- অতসী মামী
|
উপন্যাস-
পদ্মানদীর মাঝি
পুতুল নাচের ইতিকথা
দিবারাত্রির কাব্য
ইতিকথার পরের কথা
চিহ্ন
গল্পগ্রন্থ-
অতসী মামী
প্রাগৈতিহাসিক
আজ কাল পরশুর গল্প
ছোট বকুলপুরের যাত্রী
|
আবু জাফর শামসুদ্দীন
(১৯১৯-১৯৮৮)
কলিমদ্দি দফাদার
|
|
উপন্যাস-
ভাওয়াল গড়ের উপাখ্যান
পদ্মা মেঘনা যমুনা
সংকর সংকীর্তন
প্রপঞ্চ
দেয়াল
গল্পগ্রন্থ-
আবুজাফর শামসুদ্দীনের শ্রেষ্ঠ গল্প
শেষ রাত্রির তারা
এক জোড়া প্যান্ট ও অন্যান্য
রাজেন ঠাকুরের তীর্থযাত্রা
অন্যান্য- আত্মস্মৃতি
|
শওকত ওসমান
(১৯১৭-১৯৯৮)
সৌদামিনী মালো
|
তাঁর কালোত্তীর্ণ উপন্যাস- ক্রীতদাসের হাসি
|
উপন্যাস- বনি আদম
চৌরসন্ধি
জাহান্নাম হইতে বিদায়
রাজা উপাখ্যান
নেকড়ে অরণ্য
ক্রীতদাসের হাসি
পতঙ্গ পিঞ্জর
ছোটগল্পগ্রন্থ-
পিঁজরাপোল
প্রস্তর ফলক
জন্ম যদি তব বঙ্গে
নাটক-
আমলার মামলা
তস্কর ও লস্কর
|
সৈয়দ ওয়ালীউল্লাহ
(১৯২২-১৯৭১)
একটি তুলসী গাছের কাহিনী
লালসালু (উপন্যাস)
|
সমাজসচেতন সাহিত্যশিল্পী
রচনায় প্রতিফলিত হয়েছে- ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, মূল্যবোধের অবক্ষয় ও মানব মনের অন্তর্দ্বন্দ্ব
|
উপন্যাস-
লালসালু
কাঁদো নদী কাঁদো
চাঁদের অমাবস্যা
গল্পগ্রন্থ-
নয়নচারা
দুই তীর
নাটক-
বহিপীর
তরঙ্গভঙ্গ
সুড়ঙ্গ
|
মুনীর চৌধুরী
মানুষ (নাটক)
রক্তাক্ত প্রাণ্তর (নাটক)
(১৯২৫-১৯৭১)
|
বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ
|
নাটক-
রক্তাক্ত প্রাণ্তর
চিঠি
দণ্ডকারণ্য
পলাশী ব্যারাক ও অন্যান্য
অনুবাদ নাটক-
কেউ কিছু বলতে পারে না
রূপার কৌটা
মুখরা রমণী বশীকরণ
প্রবন্ধ-
মীর-মানস
তুলনামূলক সমালোচনা
বাংলা গদ্যরীতি
|
জহির রায়হান
(১৯৩৩-১৯৭২)
একুশের গল্প
|
আসল নাম- মোহাম্মদ জহিরুল্লাহ
জীবনমুখী সমাজসচেতন কথাসাহিত্যিক
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার
|
উপন্যাস-
হাজার বছর ধরে
আরেক ফাল্গুন
বরফ গলা নদী
আর কতদিন
গল্প-
জহির রায়হানের গল্প সংগ্রহ
চলচ্চিত্র-
জীবন থেকে নেয়া
ডকুমেন্টারি-
স্টপ জেনোসাইড
লেট দেয়ার বি লাইট
|
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত অন্যান্য লেখক ও তাঁদের রচনা :
লেখকের নাম
|
রচনা
|
মীর মশাররফ হোসেন
|
কারবালা প্রান্তরে
|
হরপ্রসাদ শাস্ত্রী
|
শিক্ষা
|
মোজাম্মেল হক
|
শাহনামা
|
দীনেশচন্দ্র সেন
|
পল্লীগীতিকায় প্রাচীন চিত্রপট
|
অবনীন্দ্রনাথ ঠাকুর
|
সুন্দর অসুন্দর
|
এস. ওয়াজেদ আলী
|
ধর্মের মহিমা
|
কাজী আবদুল ওদুদ
|
সভ্যতা
|
কাজী মোতাহার হোসেন
|
অসীমের সন্ধানে
|
মোতাহের হোসেন চৌধুরী
|
জীবন ও বৃক্ষ
|
আবুল ফজল
|
সভ্যতার সংকট
|
মুহম্মদ আবদুল হাই
|
ভাষার কথা
|
শাহেদ আলী
|
একই সমতলে
|
আব্দুল্লাহ আল -মুতী
|
পরিবেশের ভারসাম্য ও অর্থনৈতিক উন্নয়ন
|
0 comments:
Post a Comment