গানিতিক কিছু টার্মের ইংলিশ ভার্সন দেখে নিন, কাজে লাগবে !
আমরা ক্লাস ওয়ান থেকেই যোগ, বিয়োগ, গুন, ভাগ, ল সা গু, গ সা গু, ভগ্নাংশ, উৎপাদক, অনেক ধরনের অংক করেছি। কিন্তু অনেকেই আমরা এর English জানিনা। অর্থাৎ আমরা আজীবন যে অংকগুলো করেছি, তার English Term গুলো আমরা অনেকেই জানিনা।
চলুননা দেখি, কে কয়টা পারি?
বাংলা | ইংলিশ | সংক্ষেপে ব্যাখ্যা |
সংখ্যা | Number | যে কোন সংখ্যাই Number |
পূর্ণসংখ্যা | Integer/Whole number | শুধুমাত্র পূর্ণসংখ্যাই integer (দশমিক, ভগ্নাংশ, মিশ্র সংখ্যা ব্যতীত) |
দশমিক সংখ্যা | Decimal | উদাহরনঃ 5.5, 0.25 ইত্যাদি |
ভগ্নাংশ সংখ্যা | Fraction/Common Fraction/Improper Fraction | |
মিশ্র সংখ্যা | Mixed Number | |
হর | Denominator | |
লব | Numerator | |
ল.সা.গু | Least Common Multiple | লগিষ্ঠ সাধারন গুণিতক |
গ.সা.গু | Greatest Common Divisor | গরিষ্ঠ সাধারন গুণনীয়ক |
জোড় | Even | ২, ৪, ৬, ৮, ১০, ১২ এগুলো জোড় সংখ্যা |
বিজোড় | Odd | ৩, ৫, ৭, ৯, ১১, ১৩ এগুলো বিজোড় সংখ্যা |
অংক | Digit | একটি সংখ্যার প্রতিটি অক্ষরই এক একটি Digit |
উৎপাদক | Factors | একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশ্বেষে ভাগ করা যায়, ঐ ভাজক সংখ্যা গুলোই উক্ত সংখ্যার উৎপাদক। যেমন ১২ কে ২,৩,৪,৬ দ্বারা ভাগ করা যায়। এখানে ২,৩,৪,৬ হল ১২ এর উৎপাদক |
মৌলিক সংখ্যা | Prime Number | একটি সংখ্যাকে যখন শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকেই Prime Number বলে। যেমন ১৭ কে ১ এবং ১৭ ছাড়া অন্য কোন সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সুতরাং ১৭ হলো Prime Number. |
বর্গমূল | Square Root | |
ঐকিক নিয়ম | Unitary Method |
0 comments:
Post a Comment