Powered by Blogger.

Lesson Archive

প্রাণীবিজ্ঞান পরিচিতি

প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টা ছোট। দুই একটি প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে। বিজ্ঞানীদের অবদান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
অধ্যায় সারবস্তু:
১. ১৯৬৯ সালে হুইটেকার পাঁচ জগত শ্রেণিবিন্যাসের প্রস্তাব করেন।
২. প্রাণির পুষ্টি হলোজয়িক অর্থাৎ জটিল জৈব পদার্থ আহার করে।
৩. রক্তের উপস্থিতি-অনুপস্থিতির ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস করেন = অ্যারিস্টট্‌ল।
৪. শারীরবিদ্যা বৈজ্ঞানিক শাখা হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য অবদান রাখেন = আঁদ্রে ভেসালিয়াস
৫. মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পর্কে গবেষণা করেন = উইলিয়াম হার্ভে
৬. CELL নামকরণ করেন = রবার্ট হুক
৭. লেন্সের বিবর্ধন ক্ষমতা বাড়িয়ে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, শুক্রাণু, রক্তকণিকা আবিষ্কার করেন = লিউয়েনহুক
৮. দ্বিপদ নামকরণ প্রণয়ন করেন = ক্যারোলাস লিনিয়াস
৯. Biology শব্দের প্রবর্তন করেন ও ‘অর্জিত গুণাবলীর উত্তরাধিকার’ মতবাদ দেন = ল্যামার্ক
১০. জীবাশ্মবিদ্যাকে বিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন = জর্জেস ক্যুভিয়ে
১১. তুলনামূলক ভ্রূণবিদ্যা প্রতিষ্ঠা করেন = কার্ল আর্নস্ট বেয়ার
১২. “Origin of Species” বই-এ বিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করেন = ডারউইন
১৩. কোষ মতবাদ (Cell Theory) দেন = থিওডোর সোয়ান
১৪. সর্বপ্রথম বেশ কিছু রোগের অণুজীব ও ভ্যাকসিন আবিষ্কার করেন = লুই পাস্তুর
১৫. মিউটেশন মতবাদ প্রতিষ্ঠা করেন = হুগো দ্য ভ্রিস
১৬. জার্মপ্লাজম মতবাদ দেন এবং ল্যামার্কের মতবাদের অসারতা প্রমাণ করেন = অগাস্ট ভাইজম্যান
১৭. সর্বপ্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন = আলেকজান্ডার ফ্লেমিং
১৮. DNA ডাবল হেলিক্স গঠনের বর্ণনা দেন = ওয়াটসন ও ক্রিক
১৯. ভারতের পাখি বিশারদ = সালিম আলী
২০. বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের বিভিন্ন শাখা:
·         Morphology = অঙ্গসংস্থান
·         Anatomy = শারীরস্থান
·         Physiology = শারীরবিদ্যা
·         Cytology = কোষবিদ্যা
·         Histology = কলাস্থানবিদ্যা
·         Embryology = ভ্রূণবিদ্যা
·         Genetics = বংশগতিবিদ্যা
·         Ecology = বাস্তব্যবিদ্যা / বাস্তুবিদ্যা
·         Taxonomy = শ্রেণিবিন্যাসবিদ্যা
২১. ফলিত প্রাণিবিজ্ঞানের বিভিন্ন শাখা:
§  Pisciculture = মৎস্য চাষ
§  Apiculture = মৌমাছি পালন
§  Sericulture = রেশম চাষ
§  Prawn culture = চিংড়ি চাষ
২২. বিশেষিত প্রাণিবিজ্ঞানের বিভিন্ন শাখা:
o    Helminthology = ফিতাকৃমিবিদ্যা
o    Nematology = সুতাকৃমিবিদ্যা
o    Entomology = পতঙ্গবিদ্যা
o    Ichthyology = মাৎস্য বিদ্যা
o    Ornithology = পাখি বিদ্যা
o    Mammalogy = স্তন্যপায়ীবিদ্যা

0 comments:

Post a Comment