Powered by Blogger.

Lesson Archive

Each other এবং One another এর মধ্যে পার্থক্য কি ? না জানলে জেনে নিন !




দুই বা ততোধিক ব্যক্তি যখন "একই কাজ" করে, তখন নিয়ম অনুযায়ী-
-- Each other ব্যবহৃত হয় দুজনের মধ্যে বুঝাতে।
-- One another ব্যবহৃত হয় দুই কিংবা তার বেশি জিনিসের মধ্যে কিছু বুঝাতে ।
কিন্তু আধুনিক ইংলিশ এই নিয়ম মেনে চলে না । যেমনঃ
Sakib and Mushfiq helped one another.
= Sakib helped Mushfiq and Mushfiq helped Sakib.
We sent each other Eid cards.
= We sent them a Eid card and they sent us a Eid card.
They didn’t look at one another.
= He didn't look at her and she didn't look at him.
তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও আছে । যেমন আমরা each other’s এবং one another’s-এর possessive form-ও ব্যবহার করি ...
-They helped to look after each other’s children.
-We often stayed in one another’s houses.
কোন সমস্যা থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন ।

2 comments:

  1. তাহলো কি দুইজন বোঝালে one another ব্যাবহার করব

    ReplyDelete