Powered by Blogger.

Lesson Archive

Must, Have to, Don’t have to, Mustn’t নিয়ে কিছু আলোচনা ...


Must, Have to, Don’t have to, Mustn’t -এর ব্যবহার ...
‘Must’ এবং ‘have to’ এর অর্থ প্রায় একই যে আপনি কোন কিছু করতে বাধ্য।
You must read this.
You have to read this.
এদের প্রধান পার্থক্য হল শুধু বর্তমান অবস্থা বুঝাতেই ‘must’ ব্যবহৃত হয়।
I must be as clear as possible.
কিন্তু ‘have to’ অতীত বুঝাতেও ব্যবহৃত হতে পারে।
I had to do chores when I was a child.
এবং ভবিষ্যৎ
I will have to ride home in the dark tonight.
প্রশ্ন বুঝাতে ‘have to’ একটি সাহায্যকারী ক্রিয়া পদ (auxiliary verb) যেমন ‘do’ ব্যবহার করে।
Do you have to point this out?
Must you point this out?
‘Don’t have to’ এবং ‘mustn’t’ সম্পূর্ণ ভিন্ন অর্থ বুঝায়।
‘Don’t have to’ মানে আপনার কাজটা করার দরকার দরকার নাই। আমার ইচ্ছা হলে করতেও পারেন। কোন বাধা নেই।
I don’t have to wear a uniform.
কিন্তু ‘mustn’t’ (short for ‘must not’) মানে আপনার কাজটি করা মানা। শক্ত ভাবে বারন করা হয়েছে আপনাকে কাজটি করার জন্য।
You mustn’t smoke inside.

0 comments:

Post a Comment